Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফুলকপিতে স্বপ্ন বোনা
ছবি
ডাউনলোড

ফুলকপিতে স্বপ্ন বোনা

 


উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে বাণিজ্যিক ফুলকপি চাষে সফলতার মুখ দেখেছেন মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের উকিয়ারা গ্রামের কৃষাণী শিউলি আক্তার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে “ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ফল এবং সবজি উৎপাদন, বাজারজাতকরণ কর্মসূচি”-এর আওতায় বাণিজ্যিক ভিত্তিতে ১ একর জমিতে সবজি বাগান প্রদর্শনীর সফল সমাপ্তির মাধ্যমে তিনি বেশ লাভবান হোন। কর্মসূচি থেকে সরকারিভাবে সার-বীজ ও অন্যান্য উপকরণ সহায়তা দেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং ও পরামর্শ দেয়া হয়। উচ্চ ফলনশীল ফুলকপির জাত ‘৬৭০ হাইব্রিড’ চাষে হেক্টর প্রতি প্রায় ২৮ মেট্রিক টন হারে ফলনে কৃষাণীসহ আশেপাশের কৃষকেরা অবাক হোন। কীটনাশকের ব্যবহার ছাড়া ‘সেক্স ফেরোমন ফাঁদ’ ব্যবহার করে উন্নতজাতের বেশ বড় সাইজের এই ফুলকপির বাম্পার ফলন স্থানীয় সবার মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ফলনকালে নিজের পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীকে নিয়মিত ফুলকপি দিয়েও সব খরচ বাদে ৬৫০০০/- টাকা লাভ করেন তিনি। মাত্র দুই মাসের মধ্যে এমন লাভজনক কাজে পরিবারের সবার মুখে হাসি ফোটা এ চাষাবাদ যেন ফুলকপিতে স্বপ্ন বোনা। কৃষাণী শিউলি আক্তারসহ অন্যান্য কৃষকেরা আগামী বছর এ চাষাবাদ করতে চান।